আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় আজ দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান অবশিষ্ট সাক্ষ্য দেবেন। এরপর তাকে জেরা করা হবে। এছাড়াও, মামলার চিফ প্রসিকিউটর জানিয়েছেন, (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামও আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন।
এর আগে গত সোমবার মাহমুদুর রহমান রাষ্ট্রপক্ষের ৪৬তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন। সে সময় তিনি পাঁচজন সাবেক প্রধান বিচারপতি, তিনজন সিইসি, পাঁচজন আইজিপিসহ বিগত সরকারের একাধিক আমলা, রাজনীতিবিদ ও কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর প্রয়োজন বলে জানান।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, এই মামলায় আরও দু-তিনজনের সাক্ষ্যগ্রহণের পরই রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হবে। এ মামলায় এর আগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ মোট ৪৫ জন সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন।
ডিবিসি/আরএসএল