বাংলাদেশ, জাতীয়, স্বাস্থ্য

শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউট পরিদর্শনে বিএসএমএমইউ প্রতিনিধি দল

Mujahidul Islam

ডিবিসি নিউজ

শনিবার ৪ঠা জুন ২০২২ ১০:৪৪:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন।

শনিবার সকাল ৯টায় বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

 

পরিদর্শক দল শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পৌঁছালে তাদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

 

পরিদর্শক দল জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে তাদের কার্যক্রম শুরু করেন। এসময় তারা দুটি প্রেজেন্টেশনও দেখেন।

 

পরিদর্শক দল প্রধান অধ্যাপক ডা.  মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্বপ্নের প্রকল্প পদ্মা সেতু এবং শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। জননেত্রীর এ দুটি প্রকল্প বাস্তবায়নের ফলে তিনি অনন্য উচ্চতায় আসীন হয়েছে। জননেত্রী শেখ হাসিনার মানবিক প্রকল্পের মধ্যে এই বার্ন ইনস্টিটিউট অন্যতম।

 

তিনি আরও বলেন, আমরা আজ এই প্রতিষ্ঠান পরিদর্শন করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সাথে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঐক্যবদ্ধভাবে কাজ করে মানুষকে সেবা দিয়ে যাবে। যে কোন প্রয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পাশে থাকবে।

 

পরিদর্শনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামান্ত লাল সেন, শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম ও একাডেমিক কো অরডিনেটর অধ্যাপক ডা. রায়হান আওয়ার।

 

সভা শেষে পরিদর্শক দল শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চতুর্থ তলায় স্থাপিত বঙ্গবন্ধু কর্নারও পরিদর্শন করেন।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা.  ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অনকোলজি সার্জারির সহযোগী অধ্যাপক ডা.  মো. রাসেল।

আরও পড়ুন