বাংলাদেশ, জাতীয়, রাজনীতি

শেখ হাসিনা সব প্রতিষ্ঠান ধ্বংস করেছেন: প্রেস সচিব

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতির জন্ম দিয়েছিলেন এবং দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে সবাই একটি অস্থির সময়ে বসবাস করছে।

রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রয়াত বিএনপি নেতা ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। 

 

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ দীর্ঘ আন্দোলন ও সংগ্রাম করেছে। সবশেষ তরুণদের হাত ধরে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ফ্যসিস্টের কবল থেকে মুক্ত হয়েছে। দেশের এই অস্থির সময়ে তিনি ব্যারিস্টার মওদুদ আহমদের মতো অভিজ্ঞ নেতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন