বাংলাদেশ, জেলার সংবাদ

শেরপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ দোকান ভস্মীভূত

সামান্তা সাইদ খান

ডিবিসি নিউজ

শুক্রবার ৬ই মে ২০২২ ০৯:০৬:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রফিক মজিদ, শেরপুরঃ শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 শুক্রবার সকালে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে স্থানীয় ব্যবসায়ীদের ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলাকালে পার্শ্ববর্তী জামালপুর ফায়ার সার্ভিসের আর একটি দল যোগ হয়ে দীর্ঘ এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এবিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বরাত দিয়ে শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, কুসুম বাজারের স্বপন ইলেকট্রনিক্সের দোকান থেকে শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ধারণা করা হচ্ছে। এতে আগুন মুহূর্তের মধ্যে চারদিক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আগুনে ব্যবসায়ীদের প্রায় ১ কোটি ২০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দোকান মালিকদের কাছে জানা যায়, মোঃ মাসুদ রানার স্বত্বাধিকার মরহুম অহেজ আলী মার্কেটে স্বপন ইলেকট্রনিক্সের মালিক মোঃ স্বপন মিয়া (৩২) এর ওয়ালটন শো রুমে টিভি, ফ্রিজ, মোবাইল-ফোন ও সিলিং ফ‍্যান সহ সকল ইলেকট্রিক মালামাল পুড়ে ছাই এতে প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০-৯০ লক্ষ টাকা। সীমান্ত মেডিক্যাল হল এর মালিক মোঃ মহসিন আলী (৩৫) এর পাইকারি ঔষধ দোকানের সকল ঔষধ পুড়ে ছাই এতে প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২০-২৫ লক্ষ টাকা। মীম জুয়েলার্স পুড়ে ছাই এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষ টাকা।

ঔষধ ফার্মেসী অজয় নন্দী (৫০) এর দোকানে প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লক্ষ টাকা। মীম ডিপার্টমেন্টাল স্টোর মিজানুর রহমান এর দোকানের সকল মালামাল পুড়ে ছাই এতে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা। সোহা জুয়েলার্সের আজাদ মিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লক্ষ টাকা। হিয়ার টেলিকম হাসেম মেম্বার ক্ষতির পরিমাণ প্রায় ১ লক্ষ টাকা। রবিন এন্টারপ্রাইজ শাহজাহান মিয়ার ক্ষতির পরিমাণ প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা। মীম টেলিকম মুসলিম উদ্দিনের ক্ষতির পরিমাণ ৩ লক্ষ টাকা।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থল তাৎক্ষণিক পরিদর্শন করেন শেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব‍্যাক্ত করেন।

আরও পড়ুন