বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

শেরপুরে নির্বাচনি সহিংসতায় গুরুতর আহত যুবদল নেতা আমজাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শেরপুরে নির্বাচনি সহিংসতায় আহত যুবদল নেতা আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হচ্ছে। বিএনপির গ্রাসরুটস নেটওয়ার্ক (বিজিএন)-এর উদ্যোগে তাকে ঢাকায় স্থানান্তরের এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শেরপুর থেকে একটি অ্যাম্বুলেন্সে করে আহত আমজাদকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় সামনে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষ বাধে। জামায়াতের হামলায় দুই পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী হতাহত হন। এর মধ্যে যুবদল নেতা আমজাদ হোসেন গুরুতর আহত হন এবং বিএনপি নেতা আজহারুল ইসলাম সোজার একটি চোখ নষ্ট হয়ে যায়।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন