বাংলাদেশ, রাজনীতি

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শেরপুরে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষে এক জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস।

বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ডাকসু নেতাদের নেতৃত্বে বিভিন্ন হলের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল বের করেন।


বিক্ষোভকারীরা ভিসি চত্বর থেকে মিছিল শুরু করে হলপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং টিএসসিতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।


সংক্ষিপ্ত সমাবেশে ডাকসু ভিপি সাদিক কায়েম বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে মজলুমদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা ছিল, তা বিএনপি ভেঙে দিয়েছে। গত দেড় বছরে সন্ত্রাস, চাঁদাবাজি ও নিজেদের দলের ভেতর দুই শতাধিক মানুষ হত্যার ঘটনায় প্রমাণ হয় যে তারা নিরাপদ নয়।


সাদিক কায়েম আরও অভিযোগ করেন, বিএনপির কারণে গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত হচ্ছে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করা হয়েছে। তিনি অবিলম্বে দল সংস্কার এবং শেরপুরে রেজাউল হত্যার সঙ্গে জড়িত খুনি ও মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জানান।


এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং সন্ত্রাসী-দুর্নীতিবাজদের দমনে জুলাই প্রজন্ম প্রয়োজনে আবারও কঠোরভাবে রাজপথে নামবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন