শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচন কমিশনের আয়োজনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের 'নির্বাচনী ইশতেহার পাঠ' অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে শেরপুর-৩ আসনের প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠের আয়োজন করে নির্বাচন কমিশন। অনুষ্ঠান চলাকালীন কোনো একটি তুচ্ছ বিষয় নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষ একে অপরের দিকে চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ঝিনাইগাতী এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী টহল দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
ডিবিসি/এসএফএল