বাংলাদেশ, জেলার সংবাদ

শেরপুরে বন্যা পরিস্থিতির আবারও অবনতির আশঙ্কা

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ৪ঠা জুলাই ২০২১ ০২:৪৭:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নদ-নদীর পানি বাড়তে থাকায় শেরপুরে বন্যা পরিস্থিতির আবারও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

তবে বাড়িঘর থেকে পানি নামলেও, এখনো দুর্ভোগে ফেনী ও ময়মনসিংহের নিচু এলাকার বাসিন্দারা। বৃষ্টিতে শেরপুরের চেল্লাখালী, ভোগাই, মহারশী, মালিঝি, সোমেশ্বরী, মৃগী ও পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি কিছুটা বেড়েছে।

এতে তিন উপজেলার ছয় ইউনিয়নের নিচু এলাকার বাসিন্দারা পানিবন্দি। কয়েকদিন ধরে ঘরে পানি থাকায় অনাহারে-অর্ধাহারে সময় কাটছে তাদের। আকস্মিক বন্যায় রোপা আমনের বীজতলা, সবজি ও ফলবাগান নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ১ হাজার কৃষক।

প্রায় দুইশো মাছের খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যার পানি নামলেও, ক্ষত চিহ্ন রয়ে গেছে। দুর্গত এলাকায় প্রয়োজনীয় শুকনো খাবার এবং দুই উপজেলার জন্য সাড়ে চার লাখ টাকা বরাদ্দ দেয়ার কথা জানান জেলা প্রশাসক।  

আরও পড়ুন