বাংলাদেশ, জেলার সংবাদ

শেরপুর সীমান্তে এক রাতেই বন্য হাতির আক্রমণে ২ জনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ২১শে মে ২০২৫ ০৭:২৫:০২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শেরপুরের ঝিনাইগাতীতে দেড় ঘণ্টার ব্যবধানে বন্য হাতির আক্রমণে প্রাণ গেছে দুই জনের।

মঙ্গলবার (২০শে মে) রাতে উপজেলার গান্ধিগাঁও ও বড় গজনী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন গান্ধিগাঁওয়ের দিনমজুর আজিজুল ইসলাম আকাশ (৪০) ও বড় গজনীর আদিবাসী কৃষক এফিলিস মারাক (৪৫)।

 

বন বিভাগ জানায়, গত কয়েকদিন ধরেই গারো পাহাড় থেকে নেমে আসা প্রায় ৩০টি বন্যহাতির দল আশেপাশের এলাকায় অবস্থান করছিল। ধানের খেত ও ফলের বাগান তছনছ করার পাশাপাশি হামলা চালাচ্ছিল বাড়িঘরেও।

 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বড় গজনী এলাকায় একটি লিচু বাগানে হাতির দল হানা দেয়। স্থানীয়রা মশাল জ্বালিয়ে তাড়ানোর চেষ্টা করলে পালানোর সময় পড়ে গিয়ে হাতির পায়ে পিষ্ট হন আজিজুল ইসলাম। এসময় আজিজুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

এই ঘটনার দেড় ঘন্টার মধ্যে বাকাকুড়া থেকে বাড়ি ফেরার পথে চার কৃষকের ওপর চড়াও হয় হাতির দল। তিনজন পালাতে পারলেও এফিলিস মারাক শিকার হন বন্য হাতির নির্মমতার। পরবর্তীতে গজনী এলাকার শালবনে তার ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। বন্য হাতির আক্রমণে প্রাণ হারানোর ঘটনা শোক ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে গারো পাহাড়ঘেরা সীমান্ত এলাকায়।

 

ডিবিসি/ রাসেল

আরও পড়ুন