বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বনানী কবরস্থানে তার শ্বশুরের কবর জিয়ারত করেছেন। শনিবার (২৭শে ডিসেম্বর) দুপুর ২টার পর তিনি রাজধানীর বনানী কবরস্থানে যান।
সেখানে তিনি তার শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান এবং সাবেক কৃষি ও যোগাযোগ মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
তার আগেই তিনি একই কবরস্থানে তার ছোট ভাই, বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। এসব কর্মসূচিতে তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
দিনের শুরুতেই বেলা সাড়ে ১১টার পর তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় যান। সেখানে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) যান। সেখানে তিনি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের প্রয়োজনীয় প্রক্রিয়া ও ফিঙ্গারপ্রিন্ট প্রদানের কাজ সম্পন্ন করেন।
ডিবিসি/ এসএফএল