জাতীয়, অপরাধ, স্বাস্থ্য

শ্যামলী টিবি হাসপাতালে কেনাকাটায় বড় দুর্নীতি, দুদকের মামলা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১লা জুন ২০২১ ১১:৫০:৫২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাজার মূল্যের চেয়ে চড়া দাম দেখিয়ে আড়াইশ শয্যার শ্যামলী টিবি হাসপাতালে কেনা হয়েছে যন্ত্রপাতি।

অনুসন্ধানে এমন প্রমাণ পাওয়ায় হাসপাতালের সাবেক উপপরিচালক ডাক্তার ইমরান আলী এবং বর্তমান উপপরিচালক ডাক্তার আবু রায়হাসনহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলায় বলা হয়েছে, ২০১৭-১৮ অর্থবছরে অতিরিক্ত দাম দেখিয়ে আসামিরা যোগসাজশে হাতিয়েছেন প্রায় সাড়ে চার কোটি টাকা।

আড়াইশ শয্যা বিশিষ্ট শ্যামলী টিবি হাসপাতাল। এ হাসপাতালে ২০১৭-১৮ অর্থবছরে আইসিইউ ভেন্টিলেটর, ইসিজি মেশিন, অক্সিমিটার, স্রিং পাম্পসহ বিভিন্ন মেডিক্যাল যন্ত্রপাতি কেনা হয়।

২০১৯ সালে দুদকের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আসে এসব যন্ত্রপাতি কেনাকাটায় হয়েছে নয়-ছয়। অভিযোগ যাচাই করে অনুসন্ধানে নামে সংস্থাটি।

দুই বছরের বেশি সময়ে অনুসন্ধানে বেরিয়ে আসে ৫৬ হাজার টাকার স্রিং পাম্প কিনে বিল দেখানো হয়েছে দুই লাখ সাত হাজার টাকায়, ৫ লাখ ৮৪ হাজার টাকায় ৮টি ইসিজি মেশিন কিনে সরকারের কাছ থেকে বিল নেয়া হয়েছে ৪০ লাখ ৯১ হাজার টাকা। এভাবে বিভিন্ন যন্ত্রপাতি তিন থেকে দশগুণ দাম বেশি দেখিয়ে সরকারের ৪ কোটি ৪৬ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে।

অনুসন্ধানে এমন জালিয়াতি ধরা পড়ায় মঙ্গলবার হাসপাতালের সাবেক উপপরিচালক ডাক্তার ইমরান আলী, বর্তমান উপপরিচালক ডাক্তার আবু রায়হান তিন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের ২০১৬-১৭ সালে পাঁচটি ক্রয়ের মাধ্যমে এই তিনটি দুর্নীতির অপরাধ সংগঠিত হয়। এই অপরাধের অভিযোগে হাসপাতালের একজন প্রাক্তন ও একজন বর্তমান উপপরিচালক এবং ওই টেন্ডারের বিপরীতে তিনটি কোম্পানির মালিকসহ পাঁচজন অভিযুক্ত হয়েছেন।
 
দণ্ডবিধির ধারা উল্লেখ করে দুদক সচিব জানান, এসব অপরাধ আদালতে প্রমাণিত হলে কঠোর শাস্তির বিধান রয়েছে।

আরও পড়ুন