শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বরিশালে বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজনের বিরুদ্ধে পুষ্পস্তবক ভেঙে ফেলারও অভিযোগ উঠেছে।
রবিবার (১৪ই ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার মহানগর নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন তাঁর অনুসারীদের নিয়ে শ্রদ্ধা জানাতে গেলে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাদানুবাদ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির ঘটনা ঘটে।
আফরোজা খানম নাসরিন অভিযোগ করে বলেন, শ্রদ্ধা নিবেদন করতে গেলে আমাকে লাঞ্ছিত করা হয় এবং আমাদের পুষ্পস্তবকটি ভেঙে ফেলা হয়। পরে সেই ভাঙা পুষ্পস্তবক দিয়েই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ বিষয়ে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, কর্মীদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা অনাকাঙ্ক্ষিত।
ডিবিসি/কেএলডি