বাংলাদেশ, জাতীয়

শ্রীমঙ্গল থেকে ভুলে পঞ্চগড়ে, পরিবারকে ফিরে পেতে চায় রিয়াদ

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ৩রা আগস্ট ২০২৫ ০৯:২৭:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

‘আমাকে আমার বাড়ি পৌঁছে দিন’- এই আকুতি নিয়ে পঞ্চগড়ের অচেনা পরিবেশে ঘুরছিল ৭ বছর বয়সী একটি শিশু। শনিবার (২ আগস্ট) গভীর রাতে তাকে উদ্ধারের পর থেকেই তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে চেষ্টা চালাচ্ছে পুলিশ ও সমাজকর্মীরা।

গত শনিবার রাত আনুমানিক ২টার দিকে পঞ্চগড় রেলওয়ে স্টেশন এলাকায় শিশুটিকে একা ও অসহায় অবস্থায় ঘুরতে দেখেন স্থানীয়রা। তারপর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পঞ্চগড় সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

উদ্ধার হওয়া শিশুটির নাম রিয়াদ। সে পুলিশকে জানিয়েছে, তার বাবার নাম ইব্রাহিম (ওরফে সিরাজ) ও মায়ের নাম নুর নাহার। তার ভাইয়ের নাম খলিল। তাদের গ্রামের বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোড এলাকায়। শিশুটি নিজের বাড়ির ঠিকানা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বললেও, কীভাবে সে প্রায় ৫০০ কিলোমিটার দূরের পঞ্চগড়ে এসে পৌঁছাল, সেই রহস্য এখনও অজানা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি কোনোভাবে হারিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পঞ্চগড়ে চলে এসেছে। বর্তমানে সে শারীরিকভাবে সুস্থ আছে এবং উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে তাকে পঞ্চগড় সদরের হাফিজাবাদ ইউনিয়নের আহসানিয়া মিশনে রাখা হয়েছে। সেখানে সমাজকর্মী ইউসুফ আলী তার দেখাশোনা করছেন। রিয়াদের পরিবারের সন্ধান পেতে সদর থানা পুলিশ এবং সমাজকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিসহ পোস্ট দিয়েছেন এবং সকলের সহযোগিতা চেয়েছেন।

 

রিয়াদের পরিবার সম্পর্কে কোন তথ্য জানা থাকলে, নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে:
 

অফিসার-ইন-চার্জ (ওসি), পঞ্চগড় সদর থানা: ০১৩২০-১৩৮৩৭১ / ০১​​৭৫৫-৪৯৭৪৯৭

ইউসুফ আলী (সমাজকর্মী), আহসানিয়া মিশন, পঞ্চগড়: ০১৭১৫-৩৮৮০৮৭


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন