খেলাধুলা, ক্রিকেট

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে মার্চ ২০২৪ ১২:৫৬:০৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শ্রীলংকার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর এই সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

দু’দলের মধ্যকার প্রথম টেস্ট আগামী শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে। এরপর ৩০ মার্চ থেকে দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে।

প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন গতিময় পেসার নাহিদ রানা। ২১ বছর বয়সী ফাস্ট বোলার রানার ২০২১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। এর পর থেকে রানা ১৫টি ম্যাচে ৬৩টি উইকেট নিয়েছেন। এ ছাড়া দলে ফিরেছেন আরেক পেসার মুশফিক হাসান। 

লংকানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু হয়েছিল সিলেটে। সেখানে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা। টেস্ট সিরিজ দিয়ে আবারও দু’দল ফিরছে চায়ের দেশে।
 

১ম টেস্টে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিক হাসান ও নাহিদ রানা।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন