খেলাধুলা, ক্রিকেট

শ্রীলঙ্কায় দিশেহারা বাংলাদেশ, গায়ানায় টি-টোয়েন্টি শেখালেন সাকিব

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১১ই জুলাই ২০২৫ ০১:৩৭:১৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শ্রীলঙ্কার মাটিতে যখন জাতীয় দলের সতীর্থ লিটন দাস ও মেহেদী হাসান মিরাজরা চরম ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছেন, ঠিক তখনই বিশ্বের আরেক প্রান্তে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) নিজের জাত চেনালেন সাকিব আল হাসান।

দুবাই ক্যাপিটালসের জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই ব্যাট ও বল হাতে তিনি দেখালেন অবিস্মরণীয় নৈপুণ্য। ৩৭ বলে অপরাজিত ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলার পর বল হাতে মাত্র ১৩ রান খরচায় তুলে নিলেন প্রতিপক্ষের ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। তার এই অলরাউন্ড পারফরম্যান্স একদিকে যেমন দলকে এনে দিয়েছে দুর্দান্ত জয়, তেমনি জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্সের প্রেক্ষাপটে সমর্থকদের মনে জাগিয়েছে আফসোস।

 

পাল্লেকেলেতে যখন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ অসহায় আত্মসমর্পণ করছে, তখন প্রায় ১৭ হাজার কিলোমিটার দূরে গায়ানার মাঠে টি-টোয়েন্টির আসল পাঠ শেখালেন সাকিব। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নেমে সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে দল যখন ১০৮ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল, তখন ক্রিজে আসেন তিনি। এরপরই শুরু হয় সাকিব শো। দুটি জীবন পেয়েও সুযোগের সদ্ব্যবহার করে মাত্র ৩৪ বলে তুলে নেন অর্ধশতক। তার ইনিংসে ছিল ৬টি চার ও ১টি দর্শনীয় ছক্কার মার। সাকিবের ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে দুবাই ক্যাপিটালস ৭ উইকেটে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায়।

 

তবে সাকিবের চমক এখানেই শেষ ছিল না। বল হাতেও তিনি ছিলেন অপ্রতিরোধ্য। নিজের প্রথম ওভারের প্রথম তিন বলেই তুলে নেন দুই উইকেট, এবং সেই ওভারে কোনো রানই দেননি। এরপর আরও দুই উইকেট শিকার করে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন সেন্ট্রাল স্ট্যাগসের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। সব মিলিয়ে ১৩ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে তিনি তার বোলিং মাস্টারক্লাস সম্পন্ন করেন।

 

ক্যারিয়ারের গোধূলিবেলায় এসেও সাকিব প্রমাণ করলেন, তিনি একাই ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। চোখের সমস্যা ও মাঠের বাইরের নানা বিতর্ক সত্ত্বেও তার এই পারফরম্যান্স আবারও প্রমাণ করল, কেন তিনি বিশ্বসেরা। জাতীয় দলের এমন দুর্দিনে তার এই পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন জাগাচ্ছে—এমন সাকিবকে কি দল একটু বেশিই মিস করছে না?
 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন