শ্রীলঙ্কায় ‘স্টার অব পিওর ল্যান্ড’ নামে ৩,৫৩৬ ক্যারেট ওজনের একটি বিশালাকার বিরল বেগুনি রঙের তারকা নীলকান্তমণির সন্ধান পাওয়া গেছে। প্রাকৃতিক এই নীলকান্তমণিটিকে বিশ্বের বৃহত্তম বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি শ্রীলঙ্কায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রত্নপাথরটি প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শন করা হয়েছে। বিস্ময়কর এই পাথরটি ২০২৩ সালে দেশটির রত্নপুরার একটি খনি থেকে উদ্ধার করা হলেও শুরুতে এর গুরুত্ব অনুধাবন করা সম্ভব হয়নি। সাধারণ পাথর মনে করে এটি প্রথমে বিক্রি করে দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ দুই বছর গবেষণার পর রত্নবিদরা নিশ্চিত করেছেন যে এটি একটি অত্যন্ত মূল্যবান ও বিরল নীলকান্তমণি।
এই পাথরটির প্রধান বৈশিষ্ট্য হলো এর ‘অ্যাস্টেরিজম’ বা আলোকচ্ছটা। বিজ্ঞানের ভাষায়, রুটাইল খনিজের সূক্ষ্ম উপস্থিতির কারণে এর উপরিভাগে স্পষ্ট একটি ছয় রশ্মিবিশিষ্ট তারার মতো নকশা দেখা যায়। রত্নবিদ আশান অমরাসিংহে জানান, পাথরের ঠিক কেন্দ্রে থাকা এই উজ্জ্বল ও নিখুঁত তারকার উপস্থিতি একে অন্যান্য রত্নপাথরের চেয়ে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
আন্তর্জাতিক রত্ন বিশারদদের মতে, ‘স্টার অব পিওর ল্যান্ড’-এর বাজারমূল্য হতে পারে ৩০ কোটি থেকে ৪০ কোটি মার্কিন ডলারের মধ্যে। যদি এই প্রাক্কলন সঠিক হয়, তবে এটি ওজন এবং মূল্যের দিক থেকে বিশ্বের অনেক নামী হীরাকেও ছাড়িয়ে যাবে। তুলনা হিসেবে দেখা যায়, ২০১৬ সালে ৫ কোটি ৭৫ লাখ ডলারে বিক্রি হওয়া ১৪ দশমিক ৬২ ক্যারেটের ওপেনহেইমার ব্লু হীরার চেয়েও এই নীলকান্তমণিটি বহুগুণ বেশি মূল্যবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডিবিসি/তুবা