বাংলাদেশ, রাজনীতি

'ষড়যন্ত্রের রাজনীতি করে নির্বাচন ঠেকানোর চেষ্টা চলছে'

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

সোমবার ১৪ই জুলাই ২০২৫ ০৮:২২:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মিটফোর্ড হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপিকে বদনাম দিয়ে একটি মহল ষড়যন্ত্রের রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন দলটির শীর্ষ নেতারা। এর মূল উদ্দেশ্য হিসেবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে বিভাজন তৈরি করে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং জনগণের ভোটাধিকার হরণ করাকে চিহ্নিত করেছেন তারা।

অবশ্য এমন কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে বিএনপি। সোমবার (১৪ই জুলাই) দলটির শীর্ষ নেতাদের বক্তব্যে এসব অভিযোগ উঠে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কোনো প্রকার অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য বরদাস্ত করা হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।
 

এর আগে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। সোমবার বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এসময় সংগঠনটির শীর্ষ নেতৃত্ব অভিযোগ করেন যে, নির্বাচন পেছানোর উদ্দেশ্যে গুপ্ত সংগঠনের মাধ্যমে দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। তারা এসকল 'মব সন্ত্রাসী'দের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।


পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা অংশ নেন। সেখানে তারেক রহমানকে নিয়ে কিছু রাজনৈতিক দলের অশালীন বক্তব্যের তীব্র সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করে একটি মহল ফায়দা লোটার অপচেষ্টায় লিপ্ত।


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি অশুভ চক্র দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, এর কোনো বিকল্প নেই।
 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন