জামালপুর জেলার প্রায় ২৬ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা জামালপুর জেনারেল হাসপাতাল এখন সমস্যা আর সংকটে জর্জরিত। কাগজে-কলমে এটি ২৫০ শয্যার হাসপাতাল হলেও বাস্তবে অবকাঠামো ও সুযোগ-সুবিধা রয়ে গেছে সেই ১৯৮৬ সালের ১০০ শয্যার আমলেই। ফলে সক্ষমতার চেয়ে তিনগুণ বেশি রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
পুরনো ভবনটি দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চিকিৎসক, নার্স ও ওষুধের তীব্র সংকটের পাশাপাশি হাসপাতালটিতে সুপেয় পানি ও পরিচ্ছন্ন পরিবেশের চরম অভাব রয়েছে।
হাসপাতালের আরএমও ডা. তারিকুল ইসলাম রনি ও সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান স্বীকার করেছেন যে লোকবল সংকটেও তারা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। বিপুল এই জনসংখ্যার স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা জামালপুরবাসীর।
ডিবিসি/কেএলডি