লাভরভ-আরাঘচি বৈঠক

সংঘর্ষ নিরসনে ইরানকে আবারও সহায়তার প্রস্তাব রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৭ই জুলাই ২০২৫ ১০:৫৯:২৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ব্রিকস সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেছেন এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে মস্কোর সহায়তার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন। রবিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত এই বৈঠকে লাভরভ গত মাসে ইরানের ওপর চালানো মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান।

 

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর সুরক্ষায় থাকা পারমাণবিক জ্বালানি অবকাঠামোতে বোমা হামলাসহ" ইরানের ওপর চালানো সাম্প্রতিক সব হামলার নিন্দা জানিয়েছেন লাভরভ।

 

বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনা এবং এটি সমাধানে রাশিয়ার সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেন। রাশিয়া দীর্ঘ দিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের আগ্রহ প্রকাশ করে আসছে। ব্রিকস সম্মেলনের এই বৈঠককে সেই ধারাবাহিকতারই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

 

তথ্যসূত্র বার্তাসংস্থা রয়টার্স

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন