আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে সৃষ্ট ধোঁয়াশা ও অস্পষ্টতা দূর করতে সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ৩টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করবে দলটি। বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ইসলামী আন্দোলন জানায়, নির্বাচনী সমঝোতা বিষয়ে শুক্রবার তারা নিজেদের অবস্থান পরিষ্কার করবে।
এদিকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ১১ দলের সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলনে ঘোষিত তালিকায় দেখা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বোচ্চ ১৭৯টি আসনে লড়বে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০ এবং খেলাফত মজলিস ১০টি আসন পেয়েছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩, নেজামে ইসলাম পার্টি ২ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি আসন পেয়েছে। জোটের শরিক বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আসন এখনো চূড়ান্ত হয়নি।
এর আগে বুধবার সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও ইসলামী আন্দোলন অংশ না নেওয়ায় তা স্থগিত করা হয়েছিল। সংকট নিরসনে বুধবার থেকেই দফায় দফায় বৈঠক করে শরিকরা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে জামায়াতের কার্যালয়ে শীর্ষ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক চলে। সেখানেও ইসলামী আন্দোলনের কেউ ছিলেন না।
ডিবিসি/কেএলডি