বাংলাদেশ, রাজনীতি

সংবিধান সংশোধন না হলে আরো একটি গণঅভ্যুত্থান: সারোয়ার তুষার

মেহেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ৩১শে আগস্ট ২০২৫ ০৬:০০:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচনের আগেই সংবিধান সংশোধনের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, যদি নির্বাচনের পূর্বে সংবিধান সংশোধন করা না হয়, তবে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে দেশে আরেকটি গণঅভ্যুত্থান ঘটার সম্ভাবনা রয়েছে।

রবিবার (৩১শে আগস্ট) দুপুরে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন। এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

 

সারোয়ার তুষার 'জুলাই সনদ' বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, যেকোনো মূল্যে নির্বাচনের আগেই এটি বাস্তবায়ন করতে হবে। তার মতে, নির্বাচনের পর নতুন সরকার এই সনদ বাস্তবায়ন করবে না, বরং এই সনদের ভিত্তিতেই নির্বাচন হওয়া উচিত। ঢাকায় নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গে তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।

 

নির্বাচন কমিশনের সমালোচনা করে তুষার বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। তিনি প্রশ্ন তোলেন, যখন নির্বাচন পদ্ধতি নিয়েই আলোচনা চলছে, তখন কীভাবে রোডম্যাপ ঘোষণা করা হয়। তার মতে, বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই তিনি দ্রুত নির্বাচন কমিশন সংস্কারেরও দাবি জানিয়েছেন।

 


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন