সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট চায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দিনব্যাপী বৈঠক শেষে সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলে দলটি। পাশাপাশি প্রধানমন্ত্রী শাসিত নয় বরং মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় তারা। এদিকে, গণতন্ত্রের আকাঙ্ক্ষা বারবার পর্যুদস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রীয়াজ।
শনিবার (১৯শে এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেন এনসিপির নেতারা। মতামত দেন ১৬৬টি সংস্কার প্রস্তাবনার।
বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, জাতীয় আকাঙ্ক্ষার ভিত্তিতেই জাতীয় সনদ প্রস্তুত করা হবে।
বিকেলে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তারা চায় প্রধানমন্ত্রী নয়, সরকার হবে মন্ত্রীপরিষদ শাসিত। এ সময় সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলা হয়। জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান সংস্কারের রোডম্যাপ ছাড়া নির্বাচনে যেতে চায় না এনসিপি। এছাড়াও, স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের প্রস্তাবও দিয়েছে জাতীয় নাগরিক পার্টি।
ডিবিসি/এএনটি