দেশের বিভিন্ন খাতে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আমিরাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সাথে বৈঠকে তিনি দেশটির উদ্যোগকে স্বাগত জানান। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরব আমিরাতের সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ান বাংলাদেশকে বিনিয়োগ থেকে শুরু করে ভিসা প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস দেন।
সম্প্রতি আরব আমিরাত প্রতিদিন বাংলাদেশিদের জন্য ৩০ থেকে ৫০ জনের জন্য পর্যটন ভিসা দেয়া শুরু করেছে। এছাড়া বিভিন্ন বিষয়ে দেশটির সাথে ঢাকার সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে।
ডিবিসি/ এইচএপি