আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট অনুষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক।
শুক্রবার (৫ই ডিসেম্বর) সিলেটের দক্ষিণ সুরমায় আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, সংসদ নির্বাচনের একদিন বা এক সেকেন্ড আগেও গণভোটের কোনো সুযোগ নেই।
এম এ মালিক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বলেন, দেশ ও প্রবাসে অবস্থানরত সবার কাছে মসজিদ ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে তার জন্য দোয়ার আহ্বান জানানো হচ্ছে। তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।
ডিবিসি/এএমটি