অর্থনীতি

সংসদ নির্বাচনে প্রার্থীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে ‘হেল্পডেস্ক’ চালু করেছে এনবিআর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের সুবিধার্থে ছুটির দিনেও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বিশেষ ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সম্ভাব্য নির্বাচনী প্রার্থীদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতে এনবিআর ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহায়তায় একটি বিশেষ ‘হেল্পডেস্ক’ চালু করেছে। ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কার্যালয়ে এ হেল্পডেস্ক  স্থাপন করা হয়েছে। হেল্পডেস্ক থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত প্রয়োজনীয় সব ধরনের সেবা প্রদান করা হবে।

 

এনবিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়, হেল্পডেস্ক আগামীকাল ২৬ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। সেবাটি জাতীয় রাজস্ব বোর্ডের অধীন কর কমিশনারের কার্যালয়, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), লেভেল-৭, রমনা, ঢাকায় পাওয়া যাবে।

 

এছাড়াও, প্রার্থীদের অনলাইনে নির্বিঘ্নে আয়কর রিটার্ন দাখিলে সহায়তার জন্য নিয়মিত অফিস সময়েও ২৮ ও ২৯ ডিসেম্বর হেল্পডেস্কের সেবা চালু থাকবে বলে জানায় এনবিআর। জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক আয়কর সংক্রান্ত শর্ত পূরণ সহজ ও সুষ্ঠু করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন