আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীর ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলের প্রতীক ‘ধানের শীষ’কে প্রাধান্য দেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৮ই ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদল আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই নির্দেশ দেন।
তারেক রহমান বলেন, "বিভিন্ন এলাকায় আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী অপছন্দ হলেও বা সম্পর্ক কম থাকলেও মনে রাখতে হবে, আপনারা প্রার্থীর জন্য নয়, ধানের শীষের জন্য কাজ করছেন। এখানে ব্যক্তি মুখ্য নয়, মুখ্য হলো দল, ধানের শীষ এবং দেশ।" তিনি নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন যে, জনগণ ধানের শীষের পক্ষে রায় দিলেই কেবল দেশ গড়ার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।
আগামী দুই মাসের কর্মপন্থা নির্ধারণ করে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, খাল খনন, পরিবেশ উন্নয়ন, বর্জ্য অপসারণ, শিক্ষা-স্বাস্থ্য ও ক্রীড়ার উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণসহ ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড ও হেলথ কার্ডের মতো বিএনপির পরিকল্পনাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। জনগণকে সম্পৃক্ত করে সমর্থন আদায় করাই এখনকার মূল কাজ।
বিগত শাসনামল ও বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, "গত ১৬ বছর ধরে ‘আমি ভালো আর সব খারাপ’এমন একটি বিষয় আমরা দেখেছি। দুঃখজনক হলেও সত্য, ২৪ সালের ৫ আগস্টের পরেও মনে হচ্ছে সেটির পরিবর্তন হয়নি। এই মানসিকতা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। একমাত্র নির্বাচিত গণতান্ত্রিক সরকারই জবাবদিহিতা নিশ্চিত করতে পারে।"
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের কৃতিত্ব সাধারণ মানুষকে দিয়ে তারেক রহমান বলেন, "২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের মাস্টারমাইন্ড দেশের জনগণ। গৃহবধূ, রিকশাচালক, মুদি দোকানদার থেকে শুরু করে স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্ররাই এই আন্দোলনের মাস্টারমাইন্ড। ওই আন্দোলনে ৬৩ জন শিশুও মারা গেছে।"
তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন যে, সবাই ঐক্যবদ্ধ না হলে সামনে ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। দেশের ভবিষ্যৎ বা ‘মুভিং ফরোয়ার্ড’ তরুণদের ওপরই নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি।
ডিবিসি/পিআরএএন