জাতীয়

সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ৩০ হাজার প্রবাসীর নিবন্ধন

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৩ লাখ ৩০ হাজার ৯৪৬ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। শুক্রবার (১২ই ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৩০ হাজার ৯৪৬ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এই নিবন্ধনকারীদের মধ্যে ৩ লাখ ৬ হাজার ৯০৮ জন পুরুষ ভোটার ও ২৪ হাজার ৩৮ জন নারী ভোটার রয়েছেন।

 

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ৯১ হাজার ৮০৩ জন, কাতারে ২৯ হাজার, সংযুক্ত আরব আমিরাতে ২১ হাজার ৭৪৭, যুক্তরাষ্ট্রে ২১ হাজার ১৬৫,  মালয়েশিয়ায় ২০ হাজার ৮৮৬, সিঙ্গাপুরে ১৬ হাজার ৬৪, ওমানে ১৪ হাজার ৯৩৫, যুক্তরাজ্যে ১৪ হাজার ৩৩৭,  ইতালিতে ১০ হাজার ৫৭৬, কানাডায় ৯ হাজার ৯৯৩,  দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৬২৩, কুয়েতে ৯ হাজার ১৯, অস্ট্রেলিয়ায় ৮ হাজার ২৭৯ ও জাপানে ৭ হাজার ১০৫ জন ভোটার নিবন্ধন করেছেন।

 

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান জানান, প্রবাসী বাংলাদেশি ভোটাদের নিবন্ধন এখন যেভাবে চলছে আমরা আশাবাদী পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সংখ্যা ৫ থেকে ৬ লাখ হতে পারে।

 

ইসির এক বার্তায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ-এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

 

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান- তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।

 

বিদেশে থাকা ভোটারদের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, পোস্টাল ব্যালটে নিবন্ধনের প্রাথমিক লক্ষ্য ছিল ১০ লাখ ভোটার। তিনি জানান, নির্বাচনের কার্যক্রমের সঙ্গে যারা সরাসরি যুক্ত হবেন। পাঁচদিন অথবা সাতদিনের জন্য যাদের ডেভলয়মেন্ট হবে- পুলিশ বাহিনী অথবা সেনাবাহিনী বা আনসার বাহিনীর তাদের নিবন্ধনটা পরবর্তীতে থাকবে। আউট অফ কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এখন সারা বিশ্বের যে কোন জায়গা থেকেই আমাদের এই অ্যাপ ডাউনলোড করে, প্রাপ্তবয়ষ্ক বাংলাদেশি যে কেউ ভোট দেওয়ার জন্য ভোটার নিবন্ধন করতে পারেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন