বিএনপি ও জামায়াত সংস্কারের কথা না বলে কেবল ক্ষমতা দখলের প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতারা। তাদের মতে, দল দুটি সংস্কার ইস্যুতে নীরব থেকে শুধু ক্ষমতায় যাওয়ার ছক কষছে।
মঙ্গলবার (৯ই ডিসেম্বর) রাজধানীর শহিদ আবু সাঈদ কনভেনশন হলে এনসিপির যুব উইং 'জাতীয় যুবশক্তি' আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে নেতারা এই মন্তব্য করেন।
সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ দেশে ধর্ম ও মুক্তিযুদ্ধ কার্ড ব্যবহার করে আর রাজনীতি চলবে না। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ তুলে নেতারা বলেন, নতুন চেতনার কথা বলে ধর্মীয় ব্যবসার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে জামায়াত। এছাড়া লন্ডন থেকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন রাজনৈতিক দলগুলোকে বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের হবে এমন প্রত্যাশা ছিল না, কিন্তু বাস্তবে বিএনপি-জামায়াত ক্ষমতা দখলের শো-ডাউনে ব্যস্ত হয়ে পড়েছে।
ডিবিসি/এএমটি