সক্রিয় হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি মাওনা লোয়া।
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় হাওয়াই অঙ্গরাজ্যে রবিবার স্থানীয় সময় রাতে আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাত শুরু হয়। অগ্ন্যুৎপাত শুরুর কয়েক ঘণ্টার মধ্যে এই অঞ্চলে রিখটার স্কেল প্রায় তিন মাত্রার ১০টির বেশি ভূকম্পন আঘাত হেনেছে। তবে সবচেয়ে বেশি মাত্রার ভূকম্পনটি ছিল ৪ দশমিক ২ মাত্রার।
প্রায় ৪ দশক পর সক্রিয় হল এই আগ্নেয়গিরি। সবশেষ ১৯৮৪ সালে মাওনা লোয়া থেকে অগ্ন্যুৎপাত হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, লাভার প্রবাহ এখন পর্যন্ত আগ্নেয়গিরির জ্বালা মুখের আশপাশে রয়েছে। আপাতত তা নিম্নাঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, পরিস্থিতি যে কোনো সময় মারাত্মক আকার ধারণ করতে পারে। আশপাশের এলাকায় বাসিন্দাদের সাবধানে থাকতে বলা হচ্ছে।
এর আগে ১৯৮৪ সালের অগ্ন্যুৎপাত হয়েছিল মাউনা লোয়াতে। সে সময় ওই দ্বীপের সবচেয়ে জনবহুল শহর হিলোর পাঁচ মাইল ভেতরেও লাভা চলে গিয়েছিল।
উল্লেখ্যে, মাউনা লোয়া পৃথিবীর বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি। অন্যান্য অনেক বৃহত্তর আগ্নেয়গিরি আছে। কিন্তু সেসব সুপ্ত হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।