আন্তর্জাতিক

সচল হতে শুরু করেছে গাজার বাজার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রায় দুই বছরের যুদ্ধ এবং তীব্র ঘাটতির কারণে সৃষ্ট অর্থনৈতিক অচলাবস্থার পর গাজার বাজারগুলো ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে। মধ্য গাজার দেইর এল-বালাহ'র কেন্দ্রীয় বাজারে আবারও মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং দোকানগুলোতেও পণ্যসামগ্রী ভরপুর।

তবে, এই আপাত স্বস্তির মাঝেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নগদ টাকা তোলার ওপর আরোপিত উচ্চ কমিশন। এই উচ্চ কমিশনের কারণে অনেক ফিলিস্তিনি নাগরিকের পক্ষেই তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা কঠিন হয়ে পড়েছে।

 

সম্প্রতি নগদ টাকা তোলার ওপর কমিশনের হার ৪৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। কিন্তু এই হ্রাসকৃত হারও সাধারণ মানুষের ওপর একটি উল্লেখযোগ্য আর্থিক বোঝা হিসেবে রয়ে গেছে, যা বাজারের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন