বাংলাদেশ, জাতীয়, রাজধানী

সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের বের করে দিল আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২২শে জুলাই ২০২৫ ০৪:৩০:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবি নিয়ে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদেরকে বের করে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। সেই সাথে বন্ধ করে দেয়া হয়েছে সচিবালয়ে প্রবেশের সবগুলো গেইট।

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেরিতে দেওয়ায় সৃষ্ট ক্ষোভ এবং এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সচিবালয় এলাকা। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
 

‘ভুয়া ভুয়া’ এবং ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’, এ ধরনের স্লোগানে মুখর হয়ে ওঠে সচিবালয় প্রাঙ্গণ। বিক্ষোভরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, শুধুমাত্র মাইলস্টোন কলেজের মর্মান্তিক দুর্ঘটনার কারণেই নয়, একইসঙ্গে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের খাতা সঠিকভাবে পুনর্মূল্যায়নের দাবিতেও তারা এই বিক্ষোভ করছেন।
 

শিক্ষার্থীদের আকস্মিক এই বিক্ষোভের ফলে সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে। সচিবালয়ের মূল গেটগুলো বন্ধ করে দেওয়ায় ভেতরে বহু সরকারি কর্মকর্তা-কর্মচারীর যানবাহন আটকা পড়ে এবং এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।
 

উল্লেখ্য, গতকাল সোমবার রাজধানীর দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় আজকের (মঙ্গলবার) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করে।

ডিবিসি/এফএইচআর 

আরও পড়ুন