অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সঞ্চয়পত্রের মুনাফা বৃদ্ধি করা হলে মানুষ ব্যাংকে টাকা না রেখে সঞ্চয়পত্র কিনবে, যা ব্যাংকগুলোতে তারল্য সংকট সৃষ্টি করতে পারে।
শনিবার (৫ই জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
সালেহউদ্দিন আহমেদ আরও জানান, "দেশের ব্যাংক খাত পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করছে এবং খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে"।
অর্থ উপদেষ্টা মনে করেন, যদি সঞ্চয়পত্রের মুনাফার হার ব্যাংকের সুদের হারের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি হয়, তাহলে বিনিয়োগকারীরা ব্যাংক থেকে মুখ ফিরিয়ে সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহী হবেন। এর ফলে ব্যাংকগুলোর তহবিল সংগ্রহে সমস্যা দেখা দিতে পারে, যা সামগ্রিকভাবে দেশের আর্থিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
ডিবিসি/আরএসএল