রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মিরবাগ বেইলি ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক এসএসসি পরীক্ষার্থীও। মঙ্গলবার (১৩ই মে) সকালে মোটরসাইকেলে করে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—রুবি বেগম (৩৫), তার তিন বছরের ছেলে রহমত এবং এসএসসি পরীক্ষার্থী আসফিয়া আক্তার সিনহা (১৬)। তারা সবাই রংপুর জেলার কাউনিয়া উপজেলার মিরবাগ এলাকার বাসিন্দা। আহত অবস্থায় বেঁচে গেছেন রুবির স্বামী আশরাফুল আলম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে আশরাফুল আলম স্ত্রী, শিশু সন্তান এবং ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন। ভাতিজি সিনহাকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার পাশাপাশি স্ত্রী ও সন্তানকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
কিন্তু মিরবাগ বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে একটি নসিমনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহত সিনহা মিরবাগ গার্লস স্কুলের শিক্ষার্থী ছিলেন। চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন তিনি। দুর্ঘটনার দিন ছিল তার লিখিত শেষ পরীক্ষা।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা জানান, প্রায়ই এ এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। দ্রুত সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা।
দুর্ঘটনার পর রংপুর বিআরটিএ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সড়ক কর্তৃপক্ষ নিহত প্রতি ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তার আশ্বাস দিয়েছে।
আশরাফুল আলম জানান, তার ১৫ বছরের দাম্পত্য জীবন ছিল ভালোবাসা ও বোঝাপড়ায় পূর্ণ। আজ সেই স্ত্রী, সন্তান ও ভাইয়ের মেয়েকে হারিয়ে তিনি বাকরুদ্ধ। একসঙ্গে তিনটি প্রাণহানির এ মর্মান্তিক ঘটনা স্তব্ধ করে দিয়েছে পুরো এলাকা।
ডিবিসি/এএনটি