ঢাকার অদূরে আশুলিয়ায় বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের তার ছিঁড়ে গায়ে পড়ে মায়া নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় তার ছয় বছর বয়সী শিশুপুত্র মাহিম এবং আক্তারুজ্জামান নামে অপর এক ব্যক্তি গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮শে আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের সোনা মিয়া মার্কেট সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মায়া চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার উজ্জল হোসেনের স্ত্রী। তারা ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাতে ছেলে মাহিমকে নিয়ে সোনা মিয়া মার্কেট এলাকার সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন মায়া। হঠাৎ বিকট শব্দে সড়কের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনে বিস্ফোরণ ঘটে এবং একটি তার ছিঁড়ে সরাসরি তাদের ওপর পড়ে। মুহূর্তেই তারের সংস্পর্শে আসা তিনজনের শরীরেই আগুন ধরে যায়।
স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে নিকটস্থ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মায়াকে মৃত ঘোষণা করেন। দগ্ধ শিশু মাহিম ও আক্তারুজ্জামানের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য থানায় নিয়ে যায়।
ডিবিসি/এমইউএ