আন্তর্জাতিক, ইউরোপ

সন্তানকে বিমানবন্দরে একা ফেলেই বেড়াতে গেলেন বাবা-মা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৪ঠা আগস্ট ২০২৫ ০৮:২০:১৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দশ বছর বয়সী ছেলেকে বিমানবন্দরে একা ফেলে রেখে বিমানে চড়ে বসার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। ছেলের পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ হওয়ায় তারা নিজেদের যাত্রা বাতিল করার পরিবর্তে তাকে ছাড়াই ছুটি কাটাতে চলে যায়।

লিলিয়ান নামের স্প্যানিশ বিমানবন্দরের একজন এয়ার-অপারেশনস কো-অর্ডিনেটরের শেয়ার করা একটি টিকটক ভিডিও ভাইরাল হওয়ার পর এই ঘটনাটি প্রকাশ্যে আসে। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, লিলিয়ানের ভিডিওটি ইতোমধ্যে ৩ লক্ষেরও বেশিবার দেখা হয়েছে এবং অভিযুক্ত দম্পতির এই কাণ্ডে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

 

লিলিয়ান জানান, ওই দম্পতি তাদের ছুটি বাতিল করতে রাজি ছিল না। বিমানবন্দর কর্মীদের কাছে তারা ব্যাখ্যা দেয় যে, "তারা টিকিটের টাকা নষ্ট করতে চায়নি।" তাই তারা তাদের এক আত্মীয়কে ফোন করে ছেলেটিকে বিমানবন্দর থেকে নিয়ে যেতে বলে এবং নিজেরা বিমানে উঠে পড়ে।

কর্তৃপক্ষ শিশুটিকে বার্সেলোনা বিমানবন্দরের টার্মিনালে একা অবস্থায় খুঁজে পায়। শিশুটি পুলিশকে জানায় যে তার বাবা-মা ইতোমধ্যে বিমানে উঠে তাদের বাড়ির পথে রওনা দিয়েছে।

 

লিলিয়ান ব্যাখ্যা করেন, "শিশুটির স্প্যানিশ পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং তার কাছে ভিসা ছিল না। এই কারণেই তার বাবা-মা তাকে টার্মিনালে ফেলে রেখে একজন আত্মীয়কে ফোন করে তাকে নিয়ে যেতে বলে।"

 

লিলিয়ান এই মুহূর্তটিকে সম্পূর্ণ পরাবাস্তব বলে অভিহিত করেছেন। তিনি বলেন, "আমি একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং আমি অনেক কিছুই দেখেছি, কিন্তু এটি ছিল সম্পূর্ণ অবিশ্বাস্য। আমি আমার সন্তানকে এভাবে ফেলে যাওয়ার কথা কল্পনাও করতে পারি না।"

 

জানা গেছে, বিমানবন্দর পুলিশ বিমান থেকে ওই দম্পতির লাগেজ নামিয়ে ফেলে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিয়ে যায়। তবে এই ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

সূত্র: গালফ নিউজ

ডিবিসি/এমএআর

আরও পড়ুন