রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় প্রকাশ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন যুবক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।
পুলিশের কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, ফয়সাল করিম মাসুদের স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড, কেশবপুর কলেজ সংলগ্ন এলাকায়। তার বাবার নাম হুমায়ুন কবির। তিনি বর্তমানে ঢাকার আদাবরে বসবাস করছেন।
ফয়সালের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে তাদের পূর্বের জমিতে নতুন একটি ঘরের কাজ চলমান। তবে সে ঘর তাদের নয়। তাদের সব জমিজমা পূর্বেই বিক্রি করে তারা ঢাকায় চলে গেছেন। যারা জমি কিনেছেন, তারা সেখানে ঘর তুলছেন।
স্থানীয়রা জানান, এখানকার সব জমিজমা বিক্রি করে বহু আগেই তারা ঢাকায় চলে গেছেন। তার বাবা পড়াশোনা শেষ করার পর থেকেই ঢাকায় থাকেন। ফয়সালকে আমরা কখনোই দেখিনি। বহু আগ থেকেই তারা এখানে আসেন না।
পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, আমরা খবর পাওয়ার পর থেকেই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের পরিবারের কেউ বর্তমানে ওই বাড়িতে বসবাস করছেন না। তারা অনেক আগেই সব সম্পত্তি বিক্রি করে এলাকা ছেড়ে গেছেন। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় বাড়তি নজরদারি রাখা হয়েছে।
ডিবিসি/ এইচএপি