পরিবেশে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত করেছে শিল্পোন্নত ৪ দেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এর মধ্যে শীর্ষে চীন। এছাড়া রয়েছে যুক্তরাষ্ট্র, ইইউ, ভারত ও রাশিয়া। ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি সই করলেও, কার্বন নিঃসরণ কমাতে সে অনুযায়ী পদক্ষেপ নেয়নি দেশগুলো।
জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড নিঃসরণ। তাই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি সীমিত করতে এই কার্বন নিঃসরণ কমানো প্রয়োজন। সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করছে চীন। পুরো বিশ্বে নির্গমন হওয়া কার্বন ডাই অক্সাইডের এক চতুর্থাংশই চীনে। প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী কমানোর কথা থাকলেও কয়লা নির্ভরতার কারণে সাম্প্রতিক সময়ে চীনের কার্বন নির্গমন বেড়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ কার্বন নিঃসরণ হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে, যার মোট পরিমাণ ৫ হাজার ১০৭ মেগাটন। গেল এক দশকে এই হার কিছুটা কমলেও তা যথেষ্ট নয় বলে মনে করছেন পরিবেশবিদরা।
এরপরই তালিকায় ইউরোপীয় ইউনিয়ন। জোটভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করছে জার্মানি, ইতালি ও পোল্যান্ড। ইইউ'র দেশগুলোর অর্থনৈতিক ও কারিগরি সক্ষমতায় ভিন্নতার কারণে জোটটির নিঃসরণ কমানোর লক্ষ্যে পৌঁছাতে পারছে না অনেক দেশই।
তারপর রয়েছে ভারত। অন্য ৪ দেশের তুলনায় সেখানে মাথাপিছু কার্বন নিঃসরণ কিছুটা কম। তবে দেশটির মোট উৎপাদিত বিদ্যুতের ৭০ শতাংশই আসে কয়লা থেকে। যে কারণে গেল দুই দশকে ভারতের বার্ষিক কার্বন নিঃসরণ বেড়েছে।
এছাড়া উল্লেখযোগ্য পরিমাণ কার্বন নিঃসরণ করে রাশিয়াও। দেশটিতে মাথাপিছু নিঃসরণ ১২ দশমিক ৫ টন। যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। জীবাশ্ম জ্বালানির পাশাপাশি বায়ুশক্তি ও সূর্যশক্তিকে কাজে লাগালেও উষ্ণতা বৃদ্ধি কমাতে তেমন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি দেশটি।