বাংলাদেশ, রাজধানী

সবজির দাম কমলেও তেল-পেঁয়াজে স্বস্তি নেই

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় সবজির দামে কিছুটা স্বস্তি ফিরলেও সয়াবিন তেল ও পেঁয়াজের বাড়তি দামে দিশেহারা সাধারণ ক্রেতারা।

সপ্তাহ ব্যবধানে রসুনের দাম বাড়ার পাশাপাশি ব্রয়লার মুরগির দামও কেজিতে ৫ টাকা বেড়েছে, যদিও সোনালী মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই।

 

বাজারে এক লিটার সয়াবিন তেল এখন ১৯৫ টাকা এবং পাঁচ লিটার ৯৫৫ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের ঝাঁজও কমেনি; পুরনো পেঁয়াজ কেজিপ্রতি ১৪০ থেকে ১৫০ টাকা এবং নতুন পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। 

 

তবে সবজির বাজারে কিছুটা সুখবর রয়েছে প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৪০-৫০ টাকা, লাউ ৫০-৬০ টাকা এবং শিম ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে মাছের বাজার স্থিতিশীল থাকলেও ইলিশ সাধারণের নাগালের বাইরেই রয়ে গেছে।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন