বাংলাদেশ, জাতীয়

ওসমান হাদির ভেরিফায়েড পেজ থেকে সবাইকে সব ধরনের সহিংসতা পরিহারের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

১২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের সাধারণ জনগণকে যেকোনো ধরনের সহিংসতা পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ভেরিফাইয়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টে এ অনুরোধ করা হয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, ওসমান হাদী তার শত্রুর সাথেও আমৃত্যু ইনসাফ চেয়েছেন, বুদ্ধিবৃত্তিক লড়াই করতে চেয়েছেন। যিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছেন, তাকে কেন্দ্র করে যাতে কোনভাবেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখবার জন্য অনুরোধ করা হচ্ছে।


যারা এই ঘটনাকে কাজে লাগিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে তাদেরকে সন্দেহের চোখে দেখুন। কোনভাবেই দেশকে অকার্যকর হতে দেয়া যাবে না। বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন