জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ক্ষেত্রে সব রাজনৈতিক দলের প্রস্তুতি সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (৫ই ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে এনসিপি আয়োজিত 'বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ' শীর্ষক আলোচনা সভায় নাহিদ ইসলাম এই কথা বলেন।
এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচন কমিশন তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে, তবে কোনো বিশেষ রাজনৈতিক দলের সুবিধার জন্য নির্বাচনের তারিখ পরিবর্তন করা উচিত হবে না।
তিনি জানান, এনসিপি কারও সঙ্গে জোটে যেতে আগ্রহী নয় এবং বর্তমানে কোনো দলের সঙ্গে প্রকাশ্য বা গোপন নির্বাচনী সমঝোতাও নেই। সংস্কার কার্যক্রম এবং জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া দৃশ্যমান হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পরেও এই ন্যায়বিচারের ধারা অব্যাহত রাখতে হবে।
ডিবিসি/এএমটি