খেলাধুলা, অপরাধ, পাকিস্তান, ক্রিকেট

সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন উমর আকমল

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৮শে এপ্রিল ২০২০ ০১:৪৮:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্পট ফিক্সিংয়ের অপরাধে তিন বছর নিষিদ্ধ উমর আকমল।

স্পট ফিক্সিংইয়ের অপরাধে তিন বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার উমর আকমল। আইসিসির দুর্নীতি বিরোধী দুটি ধারা ভাঙ্গার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

পিসিবির শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ফজল-ই-মিরান চৌহানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটিই উমর আকমলকে এই শাস্তি দিয়েছে। এবারের পাকিস্তান সুপার লিগ-পিএসএল শুরু হওয়ার আগ মুহূর্তে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করে পিসিবি। আনা হয় ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও কর্তৃপক্ষকে না জানানো ও স্পট ফিক্সিংয়ের অভিযোগ। তদন্তে মেলে অপরাধের প্রমান।

ধারণা করা হচ্ছে, আগেই পিসিবির বিরুদ্ধে কোনো আইনি লড়াইয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় শাস্তির মাত্রাটা কমিয়ে তিন বছর দেয়া হয়েছে।

আরও পড়ুন