সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এখন থেকে সব ধরনের ভিসা বহনকারীরাই সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন।
সৌদি প্রেস এজেন্সি-এর রিপোর্ট অনুযায়ী, মন্ত্রণালয় জানিয়েছে যে এই পদক্ষেপটি ওমরাহ পালনকারীদের জন্য প্রক্রিয়াগুলোকে আরও সহজ করার এবং হজ ও ওমরাহ ব্যবস্থার মধ্যে পরিষেবাগুলির সুযোগ বাড়ানোর চলমান প্রচেষ্টার অংশ। এটি ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য অর্জনে সহায়তা করবে।
মন্ত্রণালয়ের মতে, যে সকল ভিসা এর আওতায় এসেছে সেগুলোর মধ্যে রয়েছে, ব্যক্তিগত এবং পারিবারিক ভিজিট ভিসা, ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, ওয়ার্ক ভিসা এবং অন্যান্য সকল প্রকার ভিসা।
মন্ত্রণালয় আরও যোগ করেছে, এই পদক্ষেপটি বিশ্বজুড়ে মুসলমানদের জন্য সহজে এবং শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের সুযোগ করে দেওয়ার জন্য কিংডমের প্রতিশ্রুতির ওপর জোর দেয়।
মন্ত্রণালয় ‘নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম’ চালু করার বিষয়টিও তুলে ধরেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি প্যাকেজ নির্বাচন করে এবং ইলেকট্রনিকভাবে অনুমতিপত্র সংগ্রহ করে ওমরাহ পালন করতে পারবেন। এই সমন্বিত প্ল্যাটফর্মটি সুবিধাভোগীদের পরিষেবা বুকিং করতে এবং সুবিধাজনক সময়ে নির্বাচনের সুযোগ দেয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, 'এই সুবিধাগুলো দুই পবিত্র মসজিদের অভিভাবক সরকার এবং তাঁর রাজকীয় উচ্চতা ক্রাউন প্রিন্স-এর পক্ষ থেকে মুসলমানদের একটি নিরাপদ, আধ্যাত্মিক পরিবেশ এবং উচ্চ-মানের পরিষেবা নিশ্চিত করার আগ্রহের প্রতিফলন, যা ওমরাহর অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।'
তথ্যসূত্র গালফ নিউজ।
ডিবিসি/এমইউএ