যেভাবে পাবেন

সব ধরনের সনদ ও প্রত্যায়নপত্র মিলছে অনলাইনে

Happy Mahmud

ডিবিসি নিউজ

শনিবার ২৯শে এপ্রিল ২০২৩ ০১:৩৭:৪৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যে কোনো সনদ ও প্রত্যায়নপত্র পেতে এখন আর কোনো বাঁধা নেই। নেই দিনের পর দিন ভোগান্তিসহ নানা জটিলতা। আগে একটা মৃত্যুসনদ নিতে অনেক সময় লাগতো। এছাড়াও চেয়ারম্যান-মেম্বারদের কাছে ঘুরতে হতো। এমন কি টাকা দিয়েও মিলতো না কাঙ্ক্ষিত সনদ। এখন অনলাইনেই জন্মসনদ থেকে শুরু করে সব ধরনের সনদ ও প্রত্যায়নপত্র পাওয়া যাচ্ছে খুবই কম সময়ে।

ইউনিয়ন বা কাউন্সিলর থেকে যেসব সনদ ও প্রত্যায়নপত্রগুলো নেওয়া যায় সেগুলো ছাড়াও অনলাইন সার্টিফিকেট সিস্টেম a2i (এ২আই) থেকে সব ধরনের সনদপত্র অনলাইনে পাওয়া যাচ্ছে। 

ঘরে বসে দেশের যে কোন প্রান্ত থেকে সরকারের বিভিন্ন ইস্যুকৃত সনদ পেতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। যেভাবে আবেদন করবেন নিচে এই বিষয়ে আলোচনা করা হয়েছে।

আপনি আপনার প্রয়োজানীয় সব ধরনের সনদ ও প্রত্যায়নপত্রগুলো পাবেন এই ঠিকানায় (ক্লিক করুন)। যে সনদ ও প্রত্যায়নপত্রগুলো পাবেন তা নিম্নে দেওয়া হলো-

পারিবারিক সনদ, উত্তরাধিকার সনদ, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ, জাতীয়তা সনদ, নাগরিকত্ব সনদ, পুনঃবিবাহ সনদ, ভূমিহীন সনদ, নতুন ভোটার প্রত্যয়ন, বিধবা প্রত্যয়ন, অভিভাবক সম্মতি সনদ,সম্প্রদায় সনদ, কৃষি প্রত্যয়ন, মুক্তিযোদ্ধা প্রত্যয়ন, বার্ষিক আয়ের সনদ, এতিম সনদ, বিবাহিত সনদ, মাসিক আয়ের সনদ, চারিত্রিক সনদ, উপজাতি সনদ, জাতীয় পরিচয় তথ্য সংশোধন সনদ, নিঃসন্তান প্রত্যয়ন।

এছাড়াও আর্থিক অস্বচ্ছলতার সনদ, অনাপত্তি সনদ, অবকাঠামো নির্মাণের অনুমতি সনদ, ভোটার এলাকা স্থানান্তর প্রত্যয়ন, প্রতিবন্ধী সনদ, একই ব্যক্তির প্রত্যয়ন, বেকারত্ব সনদ, পুনঃবিবাহ না হওয়ার প্রত্যয়ন, ট্রেড লাইসেন্স, স্থায়ী বাসিন্দা সনদ, প্রিমিসেস লাইসেন্স, অবিবাহিত সনদ ও বিবিধ সনদ ওই ঠিকানায় পাওয়া যাবে।

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন