বাংলাদেশ, অর্থনীতি

সব রেকর্ড ভেঙে প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩২ হাজার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের বাজারে আবারও সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সব রেকর্ড ভেঙে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে, যেখানে প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

নতুন এই দর কার্যকর হওয়ার ফলে ভালো মানের এক ভরি সোনার দাম এখন দুই লাখ ৩২ হাজার ৫৫ টাকা।

 

বাজুস জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ার কারণেই স্থানীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার দাম সর্বোচ্চ উঠেছিল ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।

 

নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৩২ হাজার ৫৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২১ হাজার ৪৯৯ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা এক লাখ ৫৬ হাজার ৮৮১ টাকায় বিক্রি হবে।

 

সোনার পাশাপাশি রুপার দামও বৃদ্ধি পেয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৯ টাকা।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন