৩৬তম বিসিএস ক্যাডারস এসোসিয়েশনের কমিটি গঠন

সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক গোলাম রুহানী

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৩রা অক্টোবর ২০২০ ০২:০৫:১৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

৩৬তম বিসিএস ক্যাডারস এসোসিয়েশনের আংশিক কমিটি গঠিত হলো আজ শুক্রবার।

বিকাল সাড়ে পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ৩৬তম বিসিএস ক্যাডারস এসোসিয়েশনের সভায় এ কমিটি গঠিত হয়। এতে সকল ক্যাডার সার্ভিসের প্রতিনিধিদের সমন্বয়ে সর্বসম্মতিক্রমে এসোসিয়েশনের আংশিক কমিটি গঠন করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। নির্বাচিত সভাপতি হলেন প্রশাসন ক্যাডারের জনাব আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক হলেন পুলিশ ক্যাডারের জনাব গোলাম রুহানী।

সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রীধারী প্রাক্তন ছাত্র। কর্মজীবনে তিনি বর্তমানে কুড়িগ্রাম জেলা প্রশাসনের একজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিসেট্রট। এছাড়া প্রশাসন ক্যাডারে যোগদানের পূর্বে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা(এনএসআই) এর 'সহকারী পরিচালক' হিসেবে কর্মরত ছিলেন।

সাধারণ সম্পাদক গোলাম রুহানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রি লাভ করেন । তিনি বর্তমানে 'সহকারী পুলিশ সুপার' হিসেবে ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত। এর আগে তিনি ৩৪তম বিসিএস আনসার ক্যাডারে কর্মরত ছিলেন।

আরও পড়ুন