বাংলাদেশ, রাজধানী

সমাবেশে পানি স্প্রে নিয়ে যে তথ্য দিল ডিএনসিসি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ৯ই মে ২০২৫ ১০:১৯:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ছাত্র-জনতার সমাবেশে স্প্রে ভেহিকেল ব্যবহার করে পানি ছিটানোর বিষয়ে ব্যাখা দিয়েছে উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সমাবেশে এই পানি ছিটানো নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক সমালোচনা হয়েছে। এ প্রেক্ষিতে ডিএনসিসি তাদের বক্তব্য তুলে ধরেছে।

শুক্রবার (৯ই মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজস্ব ব্যাখা তুলে ধরেছে ডিএনসিসি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আয়োজিত সমাবেশে স্প্রে ভেহিকেল ব্যবহার করে পানি ছিটানোকে পক্ষপাতমূলক আচরণ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চলছে তা বিভ্রান্তিকর বলে জানায় ডিএনসিসি।

 

বিজ্ঞপ্তিতে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, যেহেতু ঢাকায় গত কয়েকদিন ধরে হিট ওয়েভ চলছে সেহেতু যেখানেই অতিরিক্ত মানুষের সমাগম ঘটছে সেখানেই ওয়াটার স্প্রের ব্যবস্থা করছে ডিএনসিসি। গরমের তীব্রতা কমাতে শুধু সমাবেশস্থল নয় বিভিন্ন বাজার এলাকা এবং টার্মিনাল এলাকাতেও এই স্প্রে ভেহিকেল ব্যবহার করা হচ্ছে।

 

তিনি আরও জানান, সম্প্রতি যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন তখন অপেক্ষমাণ নেতাকর্মীদের ওপর এই স্প্রে ভেহিকেল ব্যবহার করে পানি ছিটানো হয়েছিলো। এছাড়াও ফ্রি প‍্যালেস্টাইন নিয়ে যে সমাবেশগুলো হয়েছে তখনও এই ভেহিকেলটি ব‍্যবহার হয়েছে।

 

মূলত হিট ওয়েভের কারণে জনসমাগমে নাগরিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ভেহিকেলটি ব‍্যবহার হয়, ওই জনসমাগম রাজনৈতিক না অরাজনৈতিক তা সিটি কর্পোরেশনের জন‍্য গুরুত্বপূর্ণ বিষয় নয়,বলেও জানান ডিএনসিসি প্রশাসক।

 

ডিবিসি/অমিত

আরও পড়ুন