বাংলাদেশ, অর্থনীতি

সম্ভাবনাময় নতুন অনলাইন মার্কেট প্লেস publicmarket.com.bd

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৭ই ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৩৮:০২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশাল সম্ভাবনা ও প্রত্যাশা নিয়ে বছরের শুরুতে উদ্বোধন করা হলো একটি নতুন অ্যাপ, বাংলাদেশের একটি যুগোপযোগী অনলাইন মার্কেট প্লেস। এটি হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন প্লাটফর্ম, যেখানে ক্রেতা এবং বিক্রেতারা তাদের নতুন বা পুরাতন পণ্য বিক্রয় বা ক্রয় করে। এই অনলাইন প্লাটফর্মের নাম publicmarket.com.bd (পাবলিকমার্কেট.কম.বিডি)। যা কাস্টমার টু কাস্টমার (C to C) প্রক্রিয়ায় ব্যবসায়িক কার্যক্রম চালায়।

publicmarket.com.bd (পাবলিকমার্কেট.কম.বিডি) এমন একটি প্লাটফর্ম, যেখানে ভোক্তারা বৈধ্য সবকিছু কিনতে এবং বিক্রি করতে পারে।publicmarket.com.bd (পাবলিকমার্কেট.কম.বিডি) এর অ্যাপস এবং ওয়েবসাইটে রয়েছে হাজারও পণ্য ও সেবার ক্যাটাগরি, যা ডিজিটাল বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। গ্রাম-শহর-বন্দর সকল স্থানের মানুষদের ন্যায্য মূল্যে ক্রয়-বিক্রয় ও পরিসেবা গ্রহণের নতুন মাত্রা সৃষ্টি করবে। এমনকি গ্রামের প্রান্তিক কৃষকও পেতে পারে পণ্য বা সেবার ন্যায্য মূল্য।

publicmarket.com.bd (পাবলিকমার্কেট.কম.বিডি) সুদীর্ঘ প্রচেষ্টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল প্রকার নিয়ম-নীতি অনুসরণ করে সরকারি গুরুত্বপূর্ণ অফিস বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (BTCL)-এর কাছ থেকে .পড়স.নফ ডোমেইন পেয়ে বাণিজ্য মন্ত্রনালয়ের অঙ্গ প্রতিষ্ঠান যৌথমূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (RJSC) থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে গঠিত ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স প্রাপ্ত এবং টিন, বিন, ট্রেডমার্ক, কপিরাইট সহ সকল প্রয়োজনীয় নিবন্ধনে নিবন্ধিত হয়ে ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (e-CAB) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (BASIS)-এর মতো বাংলাদেশের দুইটি আইটি অ্যাসোসিয়েশনের গর্বিত সদস্য পদ পেয়ে publicmarket.com.bd (পাবলিকমার্কেট.কম.বিডি) এর যাত্রা অব্যাহত রয়েছে।

ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারের (DBID) জন্য যথারীতি আবেদন করা হয়েছে এবং কার্যক্রম চলমান।

publicmarket.com.bd (পাবলিকমার্কেট.কম.বিডি) পাওয়ার্ড বাই পিএম এক্সপার্ট লিমিটেড (একটি কমপ্লিট আইটি কোম্পানি)। প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিস গুলশান-বাড্ডা লিংক রোডে অবস্থিত। যার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আহসান হাবিব হিরক, চেয়ারম্যান- মোঃ সিরাজুল হক ও পরিচালক-মোহাম্মদ কামরুজ্জামান।

প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য হলো দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং ভোক্তাদের সকল প্রকার সেবার গ্রহণ প্রক্রিয়াকে একটি অনলাইন প্লাটফর্মে নিয়ে আসা। publicmarket.com.bd (পাবলিকমার্কেট.কম.বিডি) ব্র্যান্ডটিকে সাধারণ মানুষের মধ্যে যথাযথভাবে তুলে ধরার জন্য চলচ্চিত্র নায়ক বাপ্পারাজ প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন।

publicmarket.com.bd (পাবলিকমার্কেট.কম.বিডি) অ্যাপটির জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলছে এবং সকলের মধ্যে নতুন স্টার্টআপ হিসাবে এর প্রতি মানুষের ভীষণ আগ্রহের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন