বাংলাদেশ, জাতীয়

সরকারি কর্মচারীদের গণভোটে হ্যাঁ বা না এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন গণভোটে সরকারি কর্মকর্তারা 'হ্যাঁ' অথবা 'না'-এর পক্ষে কোনো প্রকার প্রচারণা চালাতে পারবেন না বলে নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সব রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে ইসি স্পষ্ট জানিয়েছে, সরকারি কর্মকর্তারা কোনো পক্ষের হয়ে প্রচার চালালে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

 

আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে সরকারের পক্ষ থেকে প্রচার চালানো নিয়ে বিতর্কের সৃষ্টি হলে ইসি এই কড়া নির্দেশনা দিল। মন্ত্রিপরিষদ সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। 

 

এছাড়া অপর এক বিজ্ঞপ্তিতে ইসি জানিয়েছে, নির্বাচনী প্রচারণায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষের ব্যক্তি পোস্টার ব্যবহার করলে তা আচরণবিধির লঙ্ঘন হবে। একইসঙ্গে ছাপাখানাগুলোকেও নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত কোনো ধরনের পোস্টার মুদ্রণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন