বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত জনপ্রতিনিধিরা সরকারি প্লট এবং করমুক্ত গাড়ি সুবিধা গ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
একইসাথে দেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা কাঙ্ক্ষিত মাত্রায় না পৌঁছানোয় তিনি হতাশা ব্যক্ত করেন।
আজ শুক্রবার (৫ই সেপ্টেম্বর) রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজে জামায়াতে ইসলামীর উত্তর কাফরুল থানা ইউনিট আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি এসব কথা বলেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রায় দেড় মাস পর এটিই ছিল তার প্রথম কোনো অনুষ্ঠানে যোগদান।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির দেশের স্বাস্থ্যসেবা খাতের অব্যবস্থাপনা নিয়ে কথা বলেন। তিনি জানান, জামায়াত থেকে যারা নির্বাচিত হবেন, তারা জনগণের সেবক হিসেবে কাজ করবেন এবং কোনো প্রকার বাড়তি সুবিধা নেবেন না।
এসময় তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ও আশার কথা জানিয়ে বলেন, জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারলে পাঁচ বছরের মধ্যেই দেশ ও সমাজে গুণগত পরিবর্তন আনা সম্ভব।
ডিবিসি/এএমটি