শিক্ষা

সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা স্থগিত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৫৭ মিনিট আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সহকারী শিক্ষক পদকে বিসিএস ক‍্যাডারভুক্ত করে গেজেট প্রকাশসহ চার দফা দাবিতে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য তিন জেলায় পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকদের এই আন্দোলনের ফলে মাঝপথে স্থগিত হয়ে গেছে বার্ষিক পরীক্ষা।

কর্মবিরতির কারণে চট্টগ্রামের ১৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। 

 

সোমবার (১লা ডিসেম্বর) কলেজিয়েট স্কুলের সামনে শিক্ষকরা সমাবেশ করেন এবং জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা কাজে যোগ দেননি। কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতেও একই কর্মসূচি পালিত হয়েছে। 

 

আন্দোলনরত শিক্ষকরা জানান, সরকারের কোনো আশ্বাস না পাওয়ায় তারা পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। তবে দাবি মেনে নেয়া হলে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে শুক্র ও শনিবার পরীক্ষা নেয়ার আশ্বাস দিয়েছেন তারা।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন